গুগল অ্যাডসেন্স পাওয়ার সহজ উপায়
গুগলের একটি জনপ্রিয় সার্ভিসের নাম অ্যাডসেন্স। পৃথিবী জুড়ে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড প্রদর্শন করে অ্যাডসেন্স সার্ভিস থেকে প্রতি মাসে গুগল আয় করে প্রায় ১ হাজার ৪শ ৬২ কোটি টাকা। আর এ টাকা থেকে তারা তাদের অ্যাডসেন্স পাবলিশারদেরকে প্রতি মাসে প্রায় ১ হাজার ১শ ২৫ কোটি টাকা পরিশোধ করে দেয়। আপনি কি গুগলের একজন অ্যাডসেন্স পাবলিশার হতে চান? আর এ লেখাটি আপনাকে গুগল অ্যাডসেন্স পাওয়ার ১০০% গ্যারান্টি দিচ্ছে।
আপনার যা যা থাকতে হবে:
একটা ওয়েবসাইট বা ব্লগ
ইংরেজীতে আর্টিকেল লেখার যোগ্যতা
এ দুইটা জিনিস যদি থাকে তো আপনি নিম্নোক্ত নিয়মগুলো মেনে আবেদন করলেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে যাবেন।
১. টপ লেভেল ডোমেন নিয়ে কাজ করুন
কয়েক বছর আগেও থার্ড পার্টি ব্লগ দিয়ে গুগুল অ্যাডসেন্স পাওয়া যেত। আপনি হয়তো শুনেছেন যে অনেকেই তাদের ব্লগার ব্লগ বা ওয়ার্ডপ্রেস ব্লগ দিয়ে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়েছেন। এই থার্ড পার্টিগুলো ফ্রি ব্লগ তৈরি করার জন্য আপনাকে একটি সাব ডোমেইন দিয়ে থাকে। যেমন- আপনি যদি make money online শিরোনামে ব্লগিং করতে চান আর ডোমেইন পেতে চান ফ্রিতে, তাহলে আপনার ডোমেইন হবে এ রকম – makemoneyonline.blogspot.com কিংবা makemoneyonline.wordpress.com কিংবা makemoneyonline.weebly.com ইত্যাদি।
আপনার ওই ব্লগে প্রতিদিন পোস্ট করুন ২০ বা ৩০ টা পোস্ট করার পরে অ্যাডসেন্স এর জন্য এপলাই করুন। ইনশাআল্লাহ অ্যাডসেন্স পেয়ে যাবেন।
আমাদের পাশ্ববর্তী দেশ ভারতের তরুণদের অধিকাংশই চাকরির পেছনে না দৌড়িয়ে অনলাইনে কাজ করছে। কেউ ব্লগিং করে আয় করছে, কেউ আর্টিকেল লিখে আয় করছে, কেউ কেউ বিভিন্ন রকম কাজ শিখে আউট সোর্সিং করে চাকরি থেকে কয়েক গুণ বেশি টাকা রোজগার করছে। আমাদের চাওয়া আমাদের দেশের তরুণরাও চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করুন। বিশেষ করে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করুক, গুগলের ১ হাজার ১শ ২৫ কোটি টাকার একজন অংশীদার হোক। আমাদের লাভ? আমাদের লাভ আমরা নিজেদের একজন সদস্য পেলাম। সে হয়তো SEO এর জন্য এমন একটা লিগ্যাল উপায় বের করে ফেলবে যা আমাদের প্রত্যেকের কাজে লাগবে। আমরা সবাই যদি সবাইকে সহযোগীতা করি, তবে লাভটা আমাদের সবারই হবে।
আমার ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না-
Best Tech Place BD
Facebook
আপনার যা যা থাকতে হবে:
একটা ওয়েবসাইট বা ব্লগ
ইংরেজীতে আর্টিকেল লেখার যোগ্যতা
এ দুইটা জিনিস যদি থাকে তো আপনি নিম্নোক্ত নিয়মগুলো মেনে আবেদন করলেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে যাবেন।
১. টপ লেভেল ডোমেন নিয়ে কাজ করুন
কয়েক বছর আগেও থার্ড পার্টি ব্লগ দিয়ে গুগুল অ্যাডসেন্স পাওয়া যেত। আপনি হয়তো শুনেছেন যে অনেকেই তাদের ব্লগার ব্লগ বা ওয়ার্ডপ্রেস ব্লগ দিয়ে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়েছেন। এই থার্ড পার্টিগুলো ফ্রি ব্লগ তৈরি করার জন্য আপনাকে একটি সাব ডোমেইন দিয়ে থাকে। যেমন- আপনি যদি make money online শিরোনামে ব্লগিং করতে চান আর ডোমেইন পেতে চান ফ্রিতে, তাহলে আপনার ডোমেইন হবে এ রকম – makemoneyonline.blogspot.com কিংবা makemoneyonline.wordpress.com কিংবা makemoneyonline.weebly.com ইত্যাদি।
আপনার ওই ব্লগে প্রতিদিন পোস্ট করুন ২০ বা ৩০ টা পোস্ট করার পরে অ্যাডসেন্স এর জন্য এপলাই করুন। ইনশাআল্লাহ অ্যাডসেন্স পেয়ে যাবেন।
আমাদের পাশ্ববর্তী দেশ ভারতের তরুণদের অধিকাংশই চাকরির পেছনে না দৌড়িয়ে অনলাইনে কাজ করছে। কেউ ব্লগিং করে আয় করছে, কেউ আর্টিকেল লিখে আয় করছে, কেউ কেউ বিভিন্ন রকম কাজ শিখে আউট সোর্সিং করে চাকরি থেকে কয়েক গুণ বেশি টাকা রোজগার করছে। আমাদের চাওয়া আমাদের দেশের তরুণরাও চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করুন। বিশেষ করে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করুক, গুগলের ১ হাজার ১শ ২৫ কোটি টাকার একজন অংশীদার হোক। আমাদের লাভ? আমাদের লাভ আমরা নিজেদের একজন সদস্য পেলাম। সে হয়তো SEO এর জন্য এমন একটা লিগ্যাল উপায় বের করে ফেলবে যা আমাদের প্রত্যেকের কাজে লাগবে। আমরা সবাই যদি সবাইকে সহযোগীতা করি, তবে লাভটা আমাদের সবারই হবে।
আমার ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না-
Best Tech Place BD
No comments