Header Ads

এখানে আপনার কোম্পানি প্রচার করুন Header ADS

ইউটিউব ব্যবহারের পদ্ধতি জেনে নিন



১. ইউটিউব ডার্ক-মোড
ডার্ক -মোড বর্তমানে অ্যান্ড্রোয়েড দুনিয়ার সবচেয়ে আলোচিত ফিচার। কমবেশি সব অ্যাপে এখন ডার্ক-মোড রয়েছে। ইউটিউব তার ব্যতিক্রম নয়। স্মার্টফোনের পাশাপাশি ইউটিউব অ্যাপেও এই ফিচারটি রয়েছে। রাতের বেলা এই ফিচারটি বেশ কাজে দেয়।

২. ইউটিউব সার্চ টিপস্
আমরা সবাই জানি, আমরা যখন ইউটিউবের সার্চ বক্সে সার্চ করি, তখন কাঙ্ক্ষিত ভিডিও চলে আসে। তবে, হাজার হাজার ভিডিও থেকে কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু, আপনার যদি ইউটিউব সার্চ টিপস্ সম্পর্কে ধারণা থাকে তাহলে কাজটি একদম সহজ হয়ে যাবে।

লেখার নিয়ম: “cricket, live” লিখে সার্চ দিলে আপনি লাইভ সব ক্রিকেট ম্যাচের ভিডিও পাবেন। allintitle: ”bangladesh street food” লিখে সার্চ দিলে, যে-সব ভিডিওর টাইটেলে bangladesh street food লেখা আছে সেই ভিডিওগুলো পাবেন।

সার্চ ফিল্টার ব্যবহার: ইউটিউব অ্যাপ এবং কম্পিউটার উভয় জায়গায় এই অপশনটি রয়েছে। যে কোন কিছু সার্চ দেয়ার পর এই অপশনটি পাবেন। এই অপশনে ক্লিক করে আপনি অনেক কিছু করতে পারবেন।

যেমন, Last Hour এ ক্লিক করলে কয়েক ঘণ্টা আগে যে ভিডিও আপলোড হয়েছে তা দেখতে পারবেন। Short (<4 minutes) এ ক্লিক করলে শুধু ৪ মিনিটের কম সময়ের ভিডিও দেখাবে। এই অপশনের সুবিধা নিশ্চয়ই বুঝতে পারছেন। ইউটিউব ব্যবহারের টিপস্ হিসেবে এটি অনেক গুরুত্বপূর্ণ।

৩. ভিডিও দেখার টিপস্
ইউটিউব ভিডিও দেখার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। অ্যাপে ভিডিও চালু করার পর উপরের ৩টি ডটে ক্লিক করলে বেশ কিছু অপশন পাবেন। কম্পিউটারের ক্ষেত্রে সেটিং আইকন দেখবেন। এখানে ক্লিক করে আপনি ভিডিও কোয়ালিটি ঠিক করে দিতে পারবেন। 144p বা 244p সিলেক্ট করে দিলে আপনার কম ডাটা খরচে হবে।

ডাটা খরচ কমানোর ব্যাপারটা শুধু ইউটিউবের ক্ষেত্রেই নয়, বরং সর্বক্ষেত্রেই প্রয়োজন। তাই, স্মার্টফোনে অতিরিক্ত ডাটা খরচ কমানোর কিছু উপায় জেনে রাখুন, এটা বাড়তি হিসেবে দিলাম আর কি। যাইহোক, ভিডিও কোয়ালিটি সেট করার পাশাপাশি এখানে আপনি Playback speed এ ক্লিক করে ভিডিও দ্রুত বা স্লো করতে পারবেন।

ইউটিউবের সেটিংসে গিয়ে Duble-tap to seek অপশনে আপনি সেকেন্ড সেট করে দিতে পারেন। এর ফলে, আপনি ভিডিওর ডান পাশে ডাবল ক্লিক করলে যত সেকেন্ড সেট করবেন তত সেকেন্ড সামনে যাবে। আবার, বাম দিকে ক্লিক করলে পেছনে যাবে।

শেষ কথা
ইউটিউব ব্যবহারের টিপস্ হিসেবে লেখাটি আশা করি আপনাদের ভাল লেগেছে। এখানের অনেক ফিচার ইউটিউবের লেটেস্ট ভার্সনের অ্যাপে রয়েছে। তাই, আপনার অ্যাপটি যদি পুরাতন হয়, তাহলে অবশ্যই আপডেট করে নিবেন।
আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না - best tech place bd

5 comments:

  1. Thank you for some other informative blog. Where else could I get that type of information written in such an ideal means? I have a mission that I’m just now working on, and I have been at the look out for such information. MP3 download from Youtube

    ReplyDelete
  2. I would like to say that this blog really convinced me to do it! Thanks, very good post. buy youtube watch hours

    ReplyDelete
  3. A very awesome blog post. We are really grateful for your blog post. You will find a lot of approaches after visiting your post. a course in miracles

    ReplyDelete
  4. A Free SMM panel can be a great resource for those looking to manage their social media accounts and grow their online presence without breaking the bank.

    ReplyDelete

Powered by Blogger.