Youtube Marketing Full Course
ইউটিউব কি ?
বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ইউটিউব। একটা সময় মানুষ সামাজিক যোগাযোগ বলতে শুধু ফেসবুক কেই চিনতো। কিন্ত বর্তমান সময়ে ইউটিউব এতোটাই জনপ্রিয় হয়েছে যে, ফেসবুক থেকে এখন মানুষ ইউটিউব বেশি ব্যবহার করে। তাই বর্তমানে সারা পৃথিবীতে গুগল এর পরেই ইউটিউব এর অবস্থান। পিছনে ফেলেছে সব থেকে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক কে।
কিভাবে শুরু করতে পারি ইউটিউব মার্কেটিং?
১.ইউটিউবে কাজ শুরু করতে হলে প্রথমেই আপনার দরকার হবে একটি ইউটিউব একাউন্টের।
২.ইউটিউব একাউন্ট তৈরী করা খুবই সহজ। আপনার একটি গুগল ইমেইল একাউন্ট থাকলেই সেটা ব্যবহার করে আপনি ইউটিউব একাউন্ট খুলে নিতে পারেন।
২.একাউন্ট করার পরেই আপনার দরকার হবে একটি চ্যানেল তৈরী করার যেখানে আপনি আপনার তৈরী করা ভিডিও আপলোড দিবেন।
ইউটিউব মার্কেটিং করতে কি কি স্কিল দরকার
১। ভিডিও তৈরী করাঃ সর্বপ্রথম যেই বিষয়টি আপনার অবশ্যই শিখতে হবে সেটা হল ভিডিও তৈরী করা। বিভিন্ন ভাবে ভিডিও তৈরী করা যেতে পারে। যেমন কম্পিউটারে এনিমেশনের মাধ্যমেও ভিডিও তৈরী করা যায়, আবার প্রফেশনাল ক্যামেরা-লাইট-সেটাপের মাধ্যমে শুট করেও বিভিন্নরকম ভিডিও তৈরী করা যায়। আবার কম্পিউটারে ভিডিও মেকিং-র ক্ষেত্রে বিভিন্নরকম সফটওয়্যারের ব্যবহার শিখে নিতে হবে।
২। ভিডিও এডিটিংঃ আপনি যেই পদ্ধতিতেই ভিডিও বানান না কেন, আপনাকে কোন একটি ভিডিও এডিটিং সফটওয়্যারে পারদর্শী হতেই হবে। নতুনদের জন্য আমি সবসময় পরামর্শ দেই Camtasia সফটওয়্যারটি দিয়ে কাজ শেখা শুরু করতে। এছাড়াও অ্যাডভান্সড লেভেলে যেয়ে Adobe Premier Pro, Adobe After Effect কিংবা Edius-এর মত সফটওয়্যারের কাজ শিখা যেতে পারে।
৩। আইডিয়া জেনারেশন এবং ক্রিয়েটিভিটিঃ কেউ কেউ জন্মগতভাবে অনেক ক্রিয়েটিভ হয়ে থাকেন, তারা সাধারন জিনিসকে ভিন্ন চোখে দেখতে পারেন বলে সেখান থেকে নতুন কোন আইডিয়ার জন্ম দেন। কিন্তু যারা সাধারনভাবে ক্রিয়েটিভ নন, তাদেরকেও চাইলে ক্রিয়েটিভ থিংকিং-এ ট্রেইনড করা সম্ভব। সঠিক গাইডলাইন পেলেই আপনিও প্রোফেশনালদের মত ভাল ভাল আইডিয়া বের করে নিয়ে আসতে সক্ষম হবেন।
৪। ইউটিউব ভিডিও অপটিমাইজেশনঃ ইউটিউবে আপনার ভিডিও আপলোড করার পর ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সহ বেশ কিছু ব্যাপার আছে যেগুলো সঠিকভাবে দেয়াটা জরুরী। এটাকেই ইউটিউব অপটিমাইজেশন বা YouTube SEO বলা হয়।
৫। থাম্বনেইল তৈরী করাঃ ইউটিউবের থাম্বনেইল মারাত্নক গুরুত্বপূর্ন একটি ব্যাপার। শুধুমাত্র ভাল থাম্বনেইলের অভাবে প্রচুর ভিডিও তার কাঙ্খিত ভিউ পেতে পারেনা। সুতরাং ইউটিউব মার্কেটার হিসেবে আপনাকে থাম্বনেইল বানাতে জানতে হবে।
৬। বিভিন্ন পেইড অ্যাড প্ল্যাটফর্ম-এ অ্যাড রান করতে পারাঃ বর্তমান প্রতিযোগিতার সময়ে ইউটিউবে আপনার ভিডিওকে সঠিক দর্শকের সামনে পৌছে দিতে প্রায়শই আপনাকে ইন্টারনেটের বিভিন্ন পেইড অ্যাড নেটওয়ার্কে অ্যাড দিতে হবে। যেমনঃ গুগলের অ্যাডওয়ার্ডে চাইলে আপনি আপনার ভিডিওর প্রচার চালানোর জন্য অ্যাড দিতে পারেন।
আপনার ভিডিও আপলোড করার ক্ষেত্রে যেই সকল বিষয়ে অবশ্যই নজর রাখবেনঃ
১. ভিডিও টি নিজের ক্যামেরা বা ফোন থেকে করা। অর্থাৎ ভিডিও টির মালিক আপনাকে হতে হবে।
২. সম্পূর্ন ইউনিক এবং কপিরাইট বিহীন এমন ভিডিও যেটি কেউ সত্ত্বাধিকারী বা দাবীদার নয়।
৩. সব বয়সী লোকের কাছে গ্রহণযোগ্য এমন ভিডিও বানাতে হবে।
৪. সঠিক অডিও স্ট্রিম হতে হবে। অন্য কারো মিউজিক হলে হবে না।
৫. সঠিক ভিডিও বিট-রেট, ফ্রেম রেট, রেজুলেশন, অডিও বিট-রেট এগুলো সব সঠিক হতে হবে।
৬. সাধারণত কমিডি টাইপের কিছু হলে বেশ ভাল এবং তা চ্যনেলের জন্য খুবই কার্যকর। এতে করে আপনি ভিউ বা সাবস্ক্রাইবার বেশি পাবেন।
৭. ভিডিও টাইম ৪-৬ মিনিট লেংথ এর ভিডিও। সাধারণত লেংথ বেশী হলে ইউজারের বিরক্তি চলে আসে এতে করে সে চলে যায় এবং এটি আপনার চ্যানেল এর জন্য অনেক ক্ষতিকর।
৮. অবশ্যই ভিডিওতে আপনার চ্যনেলের লোগো ব্যবহার করেন। এতে চ্যনেলের প্রতি ইউজারের বিশ্বাস দৃঢ় হবে এবং তারা অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইবার করবে।
৯. আপনার ভিডিও এর শেষের দিকে এমন কিছু ফান বা আকর্ষনীয় টাইপের কথা বা লিখা দিয়ে আপনার চ্যনেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতে পারেন।
সাধারণত যে সকল ভিডিও আপলোড না করাই ভালঃ
১ . সাধারণত অন্য কোন চ্যনেল/কোম্পানির ভিডিও যদি হয় যেমনঃ মিউজিক ভিডিও, টিউটরিয়াল, মজার ভিডিও সহ অন্যান্য সব ভিডিও সমূহ। এতে করে ইউটিউব এর কাছে চ্যনেলের রেপুটেশন কমে যায়। তখন এতা স্প্যাম বলে আখ্যা পায় ইউটিউব এর কাছে।
২. ইউটিউব সাধারণত আগেই থেকেই কপিরাইট করা কোন ভিডিও পাবলিশ করার সুযোগ দেয় না।
৩. আপনি যখন কোন কোম্পানির ভিডিও ব্যবহার করেন তখন চ্যনেল/কোম্পানির লোগো লাগানো এমন ভিডিও যেটি দ্বারা সেই কোম্পানির নিজস্ব সত্ব প্রকাশ পায়।
৪. কাউকে হয়রানি বা হেয় প্রতিপন্ন করা এমন ভিডিও কোনভাবেই ছাড়া যাবে না। কেননা ইউ টিউব কখনও এতা সাপোর্ট করে না।
৫. আবার এমন ভিডিও যার ব্যাকগ্রাউন্ডে অন্য কোন কোম্পানির মিউজিক রয়েছে এবং অই মিউজিক টা আগেই ইউ টিউব এ পোস্ট করা হয়েছে।
৬. ইউ টিউব এ নেই কিন্তু ইন্টারনেটে আগেই আপলোড হয়েছে এমন ভিডিও ভুলেও আপলোড করবেন না। এতা ও স্প্যাম এর শামিল।
কিভাবে টাকা পাবেন?
টাকা পাওয়ার জন্য আপনার দরকার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। যেখানে আপনি আপনার Master Card অথবা Credit Card এর তথ্য দিবেন। আর সেখানেই আপনার টাকা দেওয়া হবে। তবে টাকা পাবেন অ্যাড পাওয়ার পরের মাসের শেষের দিকে। অর্থাৎ যদি আপনি জানুয়ারী মাস থেকে অ্যাডের সুবিধা পেয়ে থাকেন তবে এর টাকা পাবেন ফেব্রুয়ারী মাসের ২৫ তারিখের পরে। খুবই সহজ হিসাব। তবে এর জন্য আপনাকে ১৮+ হতে হবে।
পরিশেষে
এই পোস্টে সবমিলিয়ে আপনাকে সেই সকল তথ্য দেওয়া হল যা যা জানা থাকলে আপনি আজই ইউটিউব মার্কেটিং যাত্রা শুরু করতে পারবেন। আশা করছি এই সকল তথ্যকে কাজে লাগিয়ে আপনি সঠিকভাবে ইউটিউব মার্কেটিং শিখে কাজ শুরু করে শীঘ্রই সফল হবেন।
Class-1
1.Identity / Introducttion Etc.
2.Search Engine
3.About Youtube
Class-2
1.How Create a Youtube Channel.
2.Youtube Profile Picture and Cover photo Create
3.Video Niche Selection
Class-3
1.Youtube Home,Playlist,Discussion,About Etc
2.Channel Verify and Channel Keyword Selection
Class-4
1.Video uplode,Title,Description,Thamnail,Eed Screen,Cards,Etc
Class-5,6,7
1.Video Editing and Video Making ( Camtasia All About )
Class-8,9,10
1.Video Editing and Video Making ( Filmora All About )
Class-11,12
1.Video Editing and Video Making ( Video Scribe All About )
Class-13
1.All About Youtube and Review Class
2.Video Marketing
Class-14
1.Adsense Apply.
2.All About Adsense
Class-15
1.Bank Account add Adsense
2.Update Youtube....Continue..Suport ..Thanks
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উপরের ক্লাস গুলো ছাড়াও আপডেট যত গুলা আসবে সব কিছুই শিখানো হবে। নতুন নতুন নিয়ম আপনাদের শিখানো হবে। একটা কথা আপনাদের না বলেই নয় শুধু ক্লাস এর উপরে বসে থাকলে হবে না আপনাকে গুগল এবং ইউটুবে সার্চ দিয়ে শিখতে হবে সেটা আমি আপনাদের শিখাবো। আমার এখানে ২৪ ঘন্টা সাপোর্ট পাবেন। আমার skype / Facebook এ সব সময় যোগাযোগ করতে পারবেন। আর আমার ফোন নম্বর ০১৭১৯-২৫৬৭১১ যে কোনো সময় ফোন দিবেন।
প্রশ্ন ১. কোর্স টি করতে কত দিন সময় লাগবে ?
উত্তর : কোর্স টি করতে আপনার ২ মাস সময় লাগবে।
প্রশ্ন ২.কোর্স টি করতে আপনাকে কত টাকা দিতে হবে ?
উত্তর :কোর্স টি করতে আপনাকে ৫০০০ টাকা দিতে হবে।
প্রশ্ন ৩.কোর্স টি করে কি আমি ইনকাম করতে পারবো ?
উত্তর : হা ১০০% ইনকাম করতে পারবেন। তবে আপনাকে কমপক্ষে ৬ মাস সময় দিতে হবে এবং নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে। শুধু ক্লাস এ আসলাম আর গেলাম তাহলে ইনকাম এর কথা ভাবা বোকামি।
ব্রি দ্রঃ আপনারা উপরের প্রত্যেকটা ক্লাস এর টিউটোরিয়াল পাবেন।
আমার কোর্স টি শুধু মাত্র মেয়েদের ক্ষেত্রে ৩০০০ টাকা
Contact Us
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি কোর্স টি করতে আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা
Facebook : https://www.facebook.com/md.shabuj.568
Skype : md.shabuj40
Phone Number : 01719-256711