Header Ads

এখানে আপনার কোম্পানি প্রচার করুন Header ADS

ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনার ৪টি সুপার টিপস্

আজকের ভিডিওকে সার্চের শুরুতে আনার কৌশল নিয়ে আলোচনা করবো। এ-সব টিপস্ অনুসরণ করতে আপনার কোন টাকা খরচ করতে হবে না। প্রয়োজন হবে শুধু ধৈর্য্য আর পরিশ্রমের।


মাত্র ৪টি টিপস অনুসরণ করতে পারলেই আপনি আপনার ভিডিও সার্চের শুরুতে আনতে পারবেন। এছাড়া দ্রুত আপনার ভিডিওর ভিউ বৃদ্ধি করতে পারবেন। ৪টি টিপসকে আমরা ধাপে ধাপে আলোচনা করেছি। আশা করি, এর ফলে আপনাদের বুঝতে সুবিধা হবে।

চাহিদা ভিত্তিক ভিডিও তৈরি করুন
ভিডিও তৈরির প্রথম কথা হচ্ছে মানুষের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করা। আপনি এমন টপিকের ভিডিও তৈরি করলেন যার উপর মানুষের কোন চাহিদা নেই, তাহলে সে টপিকের ভিডিও কেউ সার্চ দিবে না। কেউ সার্চ না দিলে আপনার ভিডিও সার্চের শুরুতে আসার কোন সম্ভাবনা নেই।

স্বয়ং ইউটিউব বলেছে মানুষের চাহিদা হচ্ছে ভিডিও র‌্যাংকিংয়ের প্রথম নিয়ামক। অর্থাৎ, যে টপিকের উপর মানুষের চাহিদা বেশি, ইউটিউব সেই ভিডিওকে প্রথমে নিয়ে আসবে। আসুন জেনে নেই, কি কি পদ্ধতিতে ইউটিউব ভিডিওর চাহিদা নির্ধারণ করে। যেমন:

ভিডিও কমেন্ট: যে-সব ভিডিওতে কমেন্ট বেশি হয়, ইউটিউব মনে করে সেসব ভিডিও বেশি জনপ্রিয়। অধিকাংশ সময় দেখবেন সার্চ দেয়ার পর যে-সব ভিডিও প্রথমে আসে, সে-সব ভিডিওর কমেন্ট সংখ্যা বেশি।

সাবস্ক্রাইবার: আপনার ভিডিও দেখার পর যদি কেউ সাবস্ক্রাইব করে, তাহলে আপনি সোনায় সোহাগা। কেননা এর মাধ্যমে ইউটিউব বুঝতে পারে আপনার ভিডিওটি বেশ চাহিদা সম্পন্ন ভিডিও।

ভিডিও শেয়ার: স্যোশাল মিডিয়াতে আপনার ভিডিও কি পরিমাণ শেয়ার হল তার উপর নির্ভর করেও সার্চ রেজাল্টে চলে আসে অনেক ভিডিও। মানুষ তো আর ফালতু ভিডিও শেয়ার করে না। তাই ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনার জন্য বেশি বেশি ভিডিও শেয়ার করতে হবে।

ক্লিক থ্রু রেট CTR: ইউটিউবার হলে অবশ্যই CTR সম্পর্কে ধারণা থাকবে। কোন ভিডিও সার্চ দিয়ে সার্চ রেজাল্টে আপনার ভিডিও আসার পর যে ক্লিক হয়, তাই CTR। মজার ব্যাপার হল ইউটিউব এই ক্লিককে বেশ গুরুত্ব সহকারে নেয়। যখন প্রচুর মানুষ আপনার এই ভিডিওতে ক্লিক করবে, তখন ইউটিউব নিজেই এটাকে প্রথমে নিয়ে আসবে। আরেকটি দুঃখজনক বিষয় হল যদি আপনার ভিডিও সমনে আসা সত্ত্বেও কেউ ক্লিক না করে, তাহলে আপনার র‌্যাংক কমতে থাকবে। CTR বৃদ্ধি করার জন্য প্রয়োজন আকর্ষণীয় টাইটেল এবং থাম্বনেইল।

ভিডিও দৈর্ঘ্য: ভিডিও দৈর্ঘ্য কি আসলে সার্চ র‌্যাংকিংয়ে প্রভাব ফেলে? আপনার নিকট কি মনে হয়? এক কথায় উত্তর হল- না। আসলে এক্ষেত্রে মানুষের চাহিদা দেখতে হবে। অপ্রয়োজনে ভিডিও বড় করা যেমন ঠিক নয়, তেমনি প্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে ভিডিও ছোট করা ঠিক নয়।

শেষ কথা

এই ছিল আজকে ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনার ৪টি টিপস্। টিপসগুলো অনুসরণ করলে আপনার ভিডিও সার্চের শুরুতে চলে আসবে। ভাল মানের কনটেন্ট হলে খুব দ্রুত সাবস্ক্রাইবারও বৃদ্ধি পাবে। তবে, মনে রাখবেন ধৈর্য্য ও পরিশ্রম ছাড়া ইউটিউবে সফল হওয়া যায় না। 

No comments

Powered by Blogger.