Header Ads

এখানে আপনার কোম্পানি প্রচার করুন Header ADS

ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি করবেন যে ভাবে

ইউটিউবে চ্যানেল খোলার পর প্রথম লক্ষ্য থাকে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানো। অনেক ক্ষেত্রে দেখা যায় ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইবার খুব কম। এরূপ সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে থাকেন।


ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার না থাকলে ভিডিওতে ভিডিও পাওয়া কঠিন হয়ে যায়। এছাড়া, সাবস্ক্রাইবার না থাকলে ভিডিও তৈরির অনুপ্রেরণাও পাওয়া যায় না। 

বেশি বেশি সাবস্ক্রাইবার থাকাটা চ্যানেলের একটি ব্রান্ডিং। যে-সব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বেশি, তাদের ভিউ এবং আয় সব সময় বেশি হয়। সাবস্ক্রাইবার বেশি করার কোন জাদুর কাঠি নেই। কিন্তু কিছু কৌশল অবলম্বন করলে আপনি দ্রুত আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারবেন।

আসুন জেনে নেয়া যাক সে-সব কৌশলগুলো। ইতোমধ্যে আপনার পর্যপ্ত সাবস্ক্রাইবার থাকলে, ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনার ৪টি সুপার টিপস্ জেনে নিন।

ভিউয়ারদের সাবস্ক্রাইব করতে বলুন
ভিউয়ারদের সাবস্ক্রাইব করতে বলাটা খুব একটা কঠিন কাজ নয়। এই সহজ কাজটি আপনার সাবস্ক্রাইব বৃদ্ধি করতে মুখ্য ভূমিকা পালন করবে। খেয়াল করে দেখবেন অনেক বিখ্যাত ইউটিউবাররা ভিডিওতে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলেন।

ভিডিওর শেষে পরবর্তী ভিডিওর আপডেট দিন
প্রতিটি ভিডিওর শেষে ভিউয়ারদের আপনার পরবর্তী ভিডিও সম্পর্কে অবহিত করুন। এটা আপনার চ্যানেল সম্পর্কে ভিউয়ারদের মধ্যে আলাদা আকর্ষণ তৈরি করবে। মানুষকে আপনার চ্যানেলের প্রতি আগ্রহী করে তুলবে। আপনি যখন একটি ভিডিওতে পরবর্তী কোনও আকর্ষণীয় ভিডিওর ঘোষণা দেবেন, তখন সেটি ভিউয়ারকে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবে।

আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করুন
যেকোনো ভিডিওতে দ্রুত ক্লিক এবং ভিডিও পাওয়ার প্রধান হাতিয়ার আকর্ষণীয় থাম্বনেইল। খেয়াল করে দেখবেন, যাদের সাবস্ক্রাইবার বেশি তাদের থাম্বনেইলগুলো আকর্ষণীয় হয়ে থাকে।

থাম্বেনেইলের মধ্যে চ্যানেল লোগো যুক্ত করাটা বুদ্ধিমানের কাজ। এছাড়া, লাল রঙয়ের তীর চিহ্ন দেয়া কিংবা রঙ্গিন বর্ডার যুক্ত করে থাম্বনেইলকে আকর্ষণীয় করা যায়।

চ্যানেল আর্ট তৈরি করুন
আপনার চ্যানেলের জন্য নিজস্ব কভার আর্ট তৈরি করুন। এটা আপনার চ্যানেলের সৌন্দর্য তৈরি করার পাশাপাশি নিজস্ব আইডেন্টি তৈরি করবে। মানুষ আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে নিশ্চয়তা পাবে। এছাড়া, আপনার চ্যানেলের আলাদা প্রিমিয়াম একটা লুক আসবে।


প্রতিযোগিতার আয়োজন করুন
মাঝে মধ্যে আপনার চ্যানেল থেকে প্রতিযোগিতার আয়োজন করুন। ১০ হাজার সাবস্ক্রাইবার হলে ১০০ টি-শাট কিংবা অন্য কিছু দেয়া হবে এমন প্রতিযোগিতা। সে-জন্য আপনার ভিউয়ারদের স্যোশাল মিডিয়াতে শেয়ার করার কথা বলতে পারেন।

এটা শুধু আপনার সাবস্ক্রাইবার নয়, বৃদ্ধি করবে স্যোশাল শেয়ারও। ভিউয়ারদের সাথে যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, তখন তারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবেই।

প্লে-লিস্ট তৈরি করুন
ইউটিউব এসইওতে অসম্ভব প্রভাব ফেলে প্লে-লিস্ট। আপনার ভিডিওগুলোকে ক্যাটাগরি অনুযায়ী প্লে-লিস্ট তৈরি করুন।

আপনার অন্য অ্যাকাউন্ট কিংবা বন্ধুদের অ্যাকাউন্ট দিয়ে আপনার চ্যানেলের ভিডিও ও অন্য চ্যানেলের ভিডিও নিয়ে প্লে-লিস্ট তৈরি করে ফেলুন। প্লে-লিস্টের নাম দেয়ার ক্ষেত্রে অবশ্যই কি-ওয়ার্ড ভিত্তিক নাম দিতে হবে।

শেষ কথা
ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে হলে ভাল টপিক এবং কন্টেন্টের বিকল্প কিছু নেই। মানুষ কি চায় তার উপর বেশি নজর দেয়া জরুরি।

আমার ইউটুবে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না - best tech place bd

1 comment:

Powered by Blogger.