বিউটি ব্লগিং এর জন্য ১০ টি সেরা আইডিয়া
বিউটি ব্লগিং আইডিয়া খুঁজছেন? সঠিক ব্লগ পেজটিতেই এসেছেন। এই পেজে পাবেন এমন ২০টি আইডিয়া যেগুলো থেকে যে কোনটি নিয়ে ব্লগিং শুরু করে দিতে পারেন। তার আগে অনলাইনে একটু ঘাঁটাঘাটি করে বিউটি ব্লগিং সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন।
আর যদি আপনি আগে থেকে জানেন যে বিউটি ব্লগিং কি এবং কেন করবেন, তবে আর দেরী না করে নিচের যে কোন একটি আইডিয়া বা টপিক নিয়ে শুরু করে দিন আর অনলাইনে আপনার সফল উপস্থিতি নিশ্চিত করুন।
বিউটি ব্লগিং করে সফল হয়েছেন এমন নারীর সংখ্যা অসংখ্য। বিশ্ব সেরা ৫ জন বিউটি ব্লগার এবং তাদের আয় দেখে নিন, আপনার মাথা ঘুরে যাবে। তবে, মাথা ঘুরিয়ে লাভ নেই, বরং লাভ হবে যদি একটি আইডিয়া নিয়ে আজই ব্লগিং শুরু করে দেন।
আপনার যদি বিউটি সম্পর্কে বিস্তর জ্ঞান থাকে, তবে সে জ্ঞান ও অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করুন। এ জন্যে আপনার একটি বিউটফুল ব্লগ থাকা চাই। আর আপনার ব্লগের একটি নির্দিষ্ট্য নিশ বা সিঙ্গেল টপিক প্রয়োজন। নিচের টপিকগুলো থেকে যে কোন একটি বেছে নিন-
মেকাপ টিপস্ নিয়ে ব্লগিং
১. মেকাপ বেসিকস্ – মেকাপের বেসিক বিষয়গুলো নিয়ে লিখবেন।
২. মেকাপ ট্রেন্ডস্ – মেকাপের চলমাণ ট্রেন্ড নিয়ে লিখবেন।
৩. মেকাপ স্টাইল – বিভিন্ন স্টাইলের মেকাপ সম্পর্কে লিখবেন।
৪. মেকাপ ম্যানিয়া – সব ধরণের মেকাপ বিষয়ে লিখবেন, যেখানে বেসিকস্, ট্রেন্ডস্, স্টাইলসহ সবই থাকবে।
৫. বিউটি টিপস্ – সব ধরণের সৌন্দর্য চর্চা নিয়ে ব্লগিং।
৬. স্কিন কেয়ার টিপস – শুধু মাত্র ত্বকের যত্ন নিয়ে ব্লগিং।
৭. হেয়ার কেয়ার টিপস্ – চুল ও চুলের যত্ন বিষয়ে ব্লগিং।
বিউটি প্রোডাক্ট রিভিউ নিয়ে ব্লগিং
৮. মেকাপ প্রোডাক্ট রিভিউ – মেকাপ করার যত প্রোডাক্ট আছে সেগুলোর রিভিউ নিয়ে ব্লগিং।
৯. স্কিন কেয়ার প্রোডাক্ট রিভিউ – স্কিন কেয়ারের প্রোডাক্ট রিভিউ নিয়ে ব্লগিং।
১০. বডি প্রোডাক্ট রিভিউ – বডির জন্যে বহু প্রোডাক্ট আছে, সেগুলোর রিভিউ লিখে ব্লগিং।
এখানকার এই ১০টি বিউটি ব্লগিং আইডিয়া থেকে যে কোনটি বেছে নিন আর আজই ব্লগিং শুরু করুন। তবে, বাছাইয়ের ক্ষেত্রে ছোট টপিককে গুরুত্ব দিন। যে টপিকগুলো অনেক বড়, সেগুলো র্যাংকে আনা আপনার জন্যে কঠিন হয়ে যেতে পারে।
আর যদি প্রোডাক্ট রিভিউ নিয়ে ব্লগিং করেন, তবে এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ হবে। অর্থাৎ, আপনি ব্লগ মনেটাইজ করে (যেমন গুগল অ্যাডসেন্স ব্যবহার করে) আয় করতে পারবেন, আবার এফিলিয়েট থেকেও আয় করতে পারবেন। আশা করি, শীঘ্রই আপনার ব্লগটি অনলাইনে দেখতে পাবো। হ্যাপি ব্লগিং।
Best Tech Place Bd
আর যদি আপনি আগে থেকে জানেন যে বিউটি ব্লগিং কি এবং কেন করবেন, তবে আর দেরী না করে নিচের যে কোন একটি আইডিয়া বা টপিক নিয়ে শুরু করে দিন আর অনলাইনে আপনার সফল উপস্থিতি নিশ্চিত করুন।
বিউটি ব্লগিং করে সফল হয়েছেন এমন নারীর সংখ্যা অসংখ্য। বিশ্ব সেরা ৫ জন বিউটি ব্লগার এবং তাদের আয় দেখে নিন, আপনার মাথা ঘুরে যাবে। তবে, মাথা ঘুরিয়ে লাভ নেই, বরং লাভ হবে যদি একটি আইডিয়া নিয়ে আজই ব্লগিং শুরু করে দেন।
আপনার যদি বিউটি সম্পর্কে বিস্তর জ্ঞান থাকে, তবে সে জ্ঞান ও অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করুন। এ জন্যে আপনার একটি বিউটফুল ব্লগ থাকা চাই। আর আপনার ব্লগের একটি নির্দিষ্ট্য নিশ বা সিঙ্গেল টপিক প্রয়োজন। নিচের টপিকগুলো থেকে যে কোন একটি বেছে নিন-
মেকাপ টিপস্ নিয়ে ব্লগিং
১. মেকাপ বেসিকস্ – মেকাপের বেসিক বিষয়গুলো নিয়ে লিখবেন।
২. মেকাপ ট্রেন্ডস্ – মেকাপের চলমাণ ট্রেন্ড নিয়ে লিখবেন।
৩. মেকাপ স্টাইল – বিভিন্ন স্টাইলের মেকাপ সম্পর্কে লিখবেন।
৪. মেকাপ ম্যানিয়া – সব ধরণের মেকাপ বিষয়ে লিখবেন, যেখানে বেসিকস্, ট্রেন্ডস্, স্টাইলসহ সবই থাকবে।
৫. বিউটি টিপস্ – সব ধরণের সৌন্দর্য চর্চা নিয়ে ব্লগিং।
৬. স্কিন কেয়ার টিপস – শুধু মাত্র ত্বকের যত্ন নিয়ে ব্লগিং।
৭. হেয়ার কেয়ার টিপস্ – চুল ও চুলের যত্ন বিষয়ে ব্লগিং।
বিউটি প্রোডাক্ট রিভিউ নিয়ে ব্লগিং
৮. মেকাপ প্রোডাক্ট রিভিউ – মেকাপ করার যত প্রোডাক্ট আছে সেগুলোর রিভিউ নিয়ে ব্লগিং।
৯. স্কিন কেয়ার প্রোডাক্ট রিভিউ – স্কিন কেয়ারের প্রোডাক্ট রিভিউ নিয়ে ব্লগিং।
১০. বডি প্রোডাক্ট রিভিউ – বডির জন্যে বহু প্রোডাক্ট আছে, সেগুলোর রিভিউ লিখে ব্লগিং।
এখানকার এই ১০টি বিউটি ব্লগিং আইডিয়া থেকে যে কোনটি বেছে নিন আর আজই ব্লগিং শুরু করুন। তবে, বাছাইয়ের ক্ষেত্রে ছোট টপিককে গুরুত্ব দিন। যে টপিকগুলো অনেক বড়, সেগুলো র্যাংকে আনা আপনার জন্যে কঠিন হয়ে যেতে পারে।
আর যদি প্রোডাক্ট রিভিউ নিয়ে ব্লগিং করেন, তবে এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ হবে। অর্থাৎ, আপনি ব্লগ মনেটাইজ করে (যেমন গুগল অ্যাডসেন্স ব্যবহার করে) আয় করতে পারবেন, আবার এফিলিয়েট থেকেও আয় করতে পারবেন। আশা করি, শীঘ্রই আপনার ব্লগটি অনলাইনে দেখতে পাবো। হ্যাপি ব্লগিং।
Best Tech Place Bd
No comments