Header Ads

এখানে আপনার কোম্পানি প্রচার করুন Header ADS

সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে কি প্রয়োজন?

আপনার ওয়েব সাইটটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েব সাইট বানাতে যা প্রয়োজন, তা হলঃ


১. URL: আপনার ওয়েবসাইটের URL এবং Domain টি keyword related হতে হবে।

২. Title: টাইটেল টি keyword related এবং মেটা টাইটেল ১০ থেকে ৭০ ক্যারেক্টার এর মধ্যে হতে হবে।

৩. Description: Description এর মধ্যে আপনার targeted keyword থাকতে হবে। Description টি keyword related এবং মেটা টাইটেল ৭০ থেকে ১৬০ ক্যারেক্টার এর মধ্যে হতে হবে।

৪. Heading: আপনার ওয়েবসাইট এর কন্টেন্ট এমনভাবে লিখুন যেন H1 থেকে H6 পর্যন্ত সকল heading এ আপনার কী ওয়ার্ড থাকে।

৫. ইমেজ ব্যবহারের ক্ষেত্রে Alt ট্যাগ ব্যবহার করতে হবে।

৬. Keyword Density: Keyword Density ২% থেকে ৪% এর মধ্যে হতে হবে।

৭. অনন্য বিষয় সমূহঃ Robots. Txt, XML Sitemap, Google Analytics, Inbound Link, out bound Link ইত্যাদি ব্যবহার করতে হবে।

অন্যান্য পোস্ট- How to Download Video From Youtube Bangla Tutorial 

No comments

Powered by Blogger.