Header Ads

এখানে আপনার কোম্পানি প্রচার করুন Header ADS

২০১৯ সালে গুগলের যে সেবাগুলো বন্ধ হয়েছে।

গুগল ইউআরএল শর্টনার (২০০৯–২০১৯): ২০০৯ সালে চালু হওয়া দীর্ঘ ওয়েব লিংক সংক্ষিপ্ত করে ভাগাভাগির সেবা ইউআরএল শর্টনার বন্ধ করেছে গুগল।
২০১৯ সালে গুগলের যে সেবাগুলো বন্ধ হয়েছে।
গুগল প্লাস (২০১১–২০১৯): ২০১১ সালে গুগল এই সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেছিল। ব্যবহারকারী আকর্ষণ করতে ব্যর্থ হওয়ায় এই বছরের শুরুতে চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়া হয়।
ইনবক্স বাই জিমেইল (২০১৫–২০১৯): ২০১৫ সালে চালু হওয়া ‘ইনবক্স বাই জিমেইল’ অ্যাপটি জিমেইলের মতোই কাজ করত। মূলত নতুন সুবিধাগুলোর সম্ভাব্যতা যাচাই করার জন্য এটি চালু করা হয়েছিল। তবে এর বেশির ভাগই শেষ পর্যন্ত জিমেইল অ্যাপে যুক্ত করায় আলাদা অ্যাপের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়।
গুগল ক্লিপস (২০১৭–২০১৯): এটি মূলত অ্যাকশন ক্যামেরা ধাঁচের ডিভাইস। চালু হয়েছিল ২০১৭ সালে।
গুগল ট্রিপস (২০১৬–২০১৯): গুগল ট্রিপস একটি ভ্রমণবিষয়ক অ্যাপ, যার লক্ষ্য ছিল ব্যবহারকারীদের তাদের ভ্রমণের পরিকল্পনাগুলো আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে সহায়তা করা।

অন্যান্য পোস্ট- Web 2.0 Backlink

No comments

Powered by Blogger.